মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতিসহ এক সপ্তাহে তিনটি খুনের ঘটনা ঘটেছে। ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে চুরি ডাকাতিসহ সরকারি সম্পদ বালি, মাটি, বনের গাছ লুটপাট। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে দিনাতিপাত করছেন। প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছেন।
গত ১২ জানুয়ারি কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামে স্বামী আজদ বক্স কর্তৃক স্ত্রী মনোয়ার বেগমকে (৩৫) শ্বাসরুদ্ধ করে হত্যা করে। গত ১৬ জানুয়ারি সকালে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি চা বাগানের পাহাড়ি ছড়া থেকে দীপেন মুন্ডা (২৮) নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার। একইদিন সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বাজার লাইন এলাকায় পূর্ব শত্রুতার জেরে দোকানে ঢুকে বড় ভাই মর্তু মিয়ার স্ত্রী কারিমা বেগমকে ছুরিকাঘাতে খুন করেছে দেবর মঞ্জুর মিয়া।
এছাড়া প্রায় প্রতি দিনে-রাতে উপজেলার বিভিন্ন বালু মহাল থেকে অবৈধভাবে বালু পাচার, সরকারি বনভূমি থেকে গাছ পাচারের ঘটনা ঘটছে।
বিগত কয়েকদিন ধরে মুন্সীবাজার, পতনউষার, আদমপুর, মা
এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, ‘ইতিমধ্যে কমলগঞ্জ থেকে কিছু ডাকাত আটক করা হয়েছে। পুলিশের অভিযান তৎপর রয়েছে।
এক সপ্তাহে তিনটি খুনের বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, আসামিদের আটক করা হয়েছে। এগুলো পারিবারিক দ্বন্দ্বের কারণে হচ্ছে। তবে চুরি ডাকাতির বিষয়ে পুলিশ সক্রিয় রয়েছে।