ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সেই শ্মশানের পিলার ভাঙার ঘটনায় মতবিনিময় সভা, হিন্দুদের সন্তুষ্টি প্রকাশ মৌলভীবাজারে ভারত থেকে পুশইন হয়ে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর খুব দ্রুত সময়ের মধ্যে মীরগঞ্জ-মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে: নৌপরিবহন উপদেষ্টা লক্ষ্মীপুরে পরকীয়ার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনের শরীরে আগুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার খালাতো ভাই তুহিনের জামিন মঞ্জুর বগুড়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা স্ত্রীকে মারপিট নিষেধ করায় বড় ভাইকে হাতুড়িপেটায় হত্যা; ছোট ভাই আটক মির্জাপুর উপজেলা মাদক নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে পদক্ষেপ নেওয়া হবে; বললেন নতুন ওসি রাশেদুল ইসলাম বাবুগঞ্জে অস্থায়ী নদীর বাঁধ নির্মাণের স্থান পরিবর্তনের প্রতিবাদে নদীরপাড়ে ১ কিলোমিটার জুড়ে মানববন্ধন ভালুকায় ছুরিকাঘাতে একজন খুন বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মাত্র ২০০ টাকার জন্য বাজিতপুরে বন্ধুর হাতে বন্ধু খুন: এলাকাজুড়ে শোক ও উত্তেজনা

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলে ‘লগান’ সিনেমার আমির খানকে দেখছেন সরফরাজ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৮০ বার পড়া হয়েছে

সরফরাজ খান

সরফরাজ খান হয়তো একটু বাড়িয়েই বলেছেন। বলিউডের ‘লগান’ সিনেমায় আমির খান এবং ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ভূমিকা এক হয় নাকি! সেই সিনেমায় আমির খান একটি ক্রিকেট দল তৈরি করেছেন, খেলা শিখিয়েছেন।

রোহিতের তো এসব করার প্রয়োজন নেই। তবে সিনেমায় আমিরের মতো বাস্তবে রোহিতও ভারতীয় ক্রিকেট দলকে আগলে রাখেন। এই জায়গায় মিল আছে। বাকি তুলনাগুলো ঠিকঠাক না হলেও বা কী! সরফরাজের হৃদয়ে ভারতীয় অধিনায়ক রোহিতের জন্য সম্মান ঠিক কতোটা, সেটা তো এই বাড়িয়ে বলা তুলনাতেই স্পষ্ট।

সরফরাজ আমির খানের সঙ্গে রোহিতের তুলনা দিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার সঙ্গে আলাপচারিতায়। সেখানে রোহিতকে নিয়ে সরফরাজের ভাষ্য, ‘তিনি একদমই আলাদা। দলে সহজে মানিয়ে নিতে সাহায্য করেন। রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো। আমরা তার অধীনে খেলতে উপভোগ করি। মাঠের বাইরে থেকে তাকে দেখেছি, এখন তাঁর সঙ্গে খেলে এর স্বাদ পাচ্ছি। তিনি কখনো জুনিয়র হিসেবে আমাদের দেখেননি, সবাইকে এক চোখেই দেখেন। আমার পছন্দের সিনেমা “লগান”। সেই সিনেমায় আমির খান যেভাবে একটি দল তৈরি করেছিল, আমার চোখে রোহিত শর্মাও এই দলের আমির খান।’

রোহিতের অধীনেই সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেটা চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালে এসে অভিষেক হলেও সরফরাজ ২০২০ সাল থেকে অভিষেকের প্রহর গুনছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০১৯ সাল থেকে অবিশ্বাস্য পারফর্মও করছেন।

২০১৯-২০ ও ২০২১-২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০-এর বেশি রান। ধারাবাহিকভাবে রান করেও ডাক পাচ্ছিলেন না সরফরাজ। সেই অপেক্ষা ঘুচেছে এ বছর। এর পেছনে রোহিতের অবদান থাকুক বা না থাকুক, প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের প্রতি সরফরাজের বাড়তি ভক্তি থাকাই স্বাভাবিক।

ভারতের আরেক তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলের কাছে রোহিত সর্বকালের সেরা। জুরেলের ভাষ্য, ‘যখন তাঁর খেলা টিভিতে দেখতাম, মানুষ বলত, “ও শট খেলার জন্য অনেক সময় পায়।” যখন আপনি কাছ থেকে তাঁর খেলা দেখবেন, তখন বুঝতে পারবেন, যেসব বল খেলতে কঠিন লাগে, যেসব বলে আপনার ব্যাটের ফ্লো ঠিক থাকে না, সেসব বল তিনি কত সহজে গ্যালারিতে পাঠিয়ে দেন। তাঁর পুল শট বিখ্যাত। কাছ থেকে এসব দেখা বিশেষ কিছুই। তিনি সর্বকালের সেরা।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেই শ্মশানের পিলার ভাঙার ঘটনায় মতবিনিময় সভা, হিন্দুদের সন্তুষ্টি প্রকাশ

Verified by MonsterInsights

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলে ‘লগান’ সিনেমার আমির খানকে দেখছেন সরফরাজ

আপডেট সময় ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সরফরাজ খান হয়তো একটু বাড়িয়েই বলেছেন। বলিউডের ‘লগান’ সিনেমায় আমির খান এবং ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ভূমিকা এক হয় নাকি! সেই সিনেমায় আমির খান একটি ক্রিকেট দল তৈরি করেছেন, খেলা শিখিয়েছেন।

রোহিতের তো এসব করার প্রয়োজন নেই। তবে সিনেমায় আমিরের মতো বাস্তবে রোহিতও ভারতীয় ক্রিকেট দলকে আগলে রাখেন। এই জায়গায় মিল আছে। বাকি তুলনাগুলো ঠিকঠাক না হলেও বা কী! সরফরাজের হৃদয়ে ভারতীয় অধিনায়ক রোহিতের জন্য সম্মান ঠিক কতোটা, সেটা তো এই বাড়িয়ে বলা তুলনাতেই স্পষ্ট।

সরফরাজ আমির খানের সঙ্গে রোহিতের তুলনা দিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার সঙ্গে আলাপচারিতায়। সেখানে রোহিতকে নিয়ে সরফরাজের ভাষ্য, ‘তিনি একদমই আলাদা। দলে সহজে মানিয়ে নিতে সাহায্য করেন। রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো। আমরা তার অধীনে খেলতে উপভোগ করি। মাঠের বাইরে থেকে তাকে দেখেছি, এখন তাঁর সঙ্গে খেলে এর স্বাদ পাচ্ছি। তিনি কখনো জুনিয়র হিসেবে আমাদের দেখেননি, সবাইকে এক চোখেই দেখেন। আমার পছন্দের সিনেমা “লগান”। সেই সিনেমায় আমির খান যেভাবে একটি দল তৈরি করেছিল, আমার চোখে রোহিত শর্মাও এই দলের আমির খান।’

রোহিতের অধীনেই সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেটা চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালে এসে অভিষেক হলেও সরফরাজ ২০২০ সাল থেকে অভিষেকের প্রহর গুনছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০১৯ সাল থেকে অবিশ্বাস্য পারফর্মও করছেন।

২০১৯-২০ ও ২০২১-২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০-এর বেশি রান। ধারাবাহিকভাবে রান করেও ডাক পাচ্ছিলেন না সরফরাজ। সেই অপেক্ষা ঘুচেছে এ বছর। এর পেছনে রোহিতের অবদান থাকুক বা না থাকুক, প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের প্রতি সরফরাজের বাড়তি ভক্তি থাকাই স্বাভাবিক।

ভারতের আরেক তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলের কাছে রোহিত সর্বকালের সেরা। জুরেলের ভাষ্য, ‘যখন তাঁর খেলা টিভিতে দেখতাম, মানুষ বলত, “ও শট খেলার জন্য অনেক সময় পায়।” যখন আপনি কাছ থেকে তাঁর খেলা দেখবেন, তখন বুঝতে পারবেন, যেসব বল খেলতে কঠিন লাগে, যেসব বলে আপনার ব্যাটের ফ্লো ঠিক থাকে না, সেসব বল তিনি কত সহজে গ্যালারিতে পাঠিয়ে দেন। তাঁর পুল শট বিখ্যাত। কাছ থেকে এসব দেখা বিশেষ কিছুই। তিনি সর্বকালের সেরা।’