আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯ শ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। এরপর অবশ্য আরও এক গোল যোগ করে সংখ্যাটিকে ৯০১ এ নিয়ে যান তিনি। ৯০০ গোলের চূড়ায় ওঠার পর গতকালই আল নাসরের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। ৯০০ এর মাইলফলক স্পর্শ করায় এই ম্যাচে রোনালদোকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়। তার হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। সেই জার্সি ধরে হাসি মুখে রোনালদোকে পোজ দিতেও দেখা যায় এ সময়। এদিন রোনালদোর এই অর্জনকে উদযাপন করেছেন আল নাসরের সমর্থকরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতটি অবশ্য আরেকটু হলে হতাশাতেই শেষ পারতো আল নাসরের। আল আহলির বিপক্ষে এই ম্যাচে হারার পথেই ছিল তারা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। এরপর গোলের সন্ধানে থেকে বারবার নিরাশ হচ্ছিলেন রোনালদোরা। তবে শেষ বাশি বাজার আগ মুহূর্তে যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে কোনোরকমে হার এড়ায় আল নাসর।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
রোনালদোর ৯০০ উদযাপন রাতে হার এড়াল আল নাসর
- স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় ০৮:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ