পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের যন্ত্রপাতি লোডিং ও আনলোডিং কার্যক্রমে ব্যবহৃত হবে ৫০ টন ক্ষমতাসম্পন্ন ব্রিজ ক্রেন।
ইতোমধ্যে রাশিয়ার এই ক্রেনটি বাংলাদেশে পাঠানোর জন্য দেশটির নাভাসিবিয়েরস্ক সমুদ্রবন্দরে পৌঁছেছে। এই ক্রেনটি এছাড়াও আরও ১৬ টন ও ৩২ টন ক্ষমতাসম্পন্ন দু’টি গেনটি ক্রেনও একইসঙ্গে শিপমেন্ট করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রসাটম।
কর্মকর্তারা বলছেন, রসাটম প্রকৌশল শাখা এবং ভিপিও যায়েস এর বিশেষজ্ঞরা শিপমেন্টের পূর্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোর সার্বিক মান এবং নিরাপত্তা মান নিরীক্ষণ করেছে।
এতমএনার্গোরিমন্টের উপ-মহাপরিচালক ভ্লাদিমির পাপো বলেন, আমরা উচ্চমান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর প্রকল্পের জন্য ইকুইপমেন্ট সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক প্রকল্পগুলোতে জটিল কার্য সম্পাদনে আমাদের সক্ষমতারই পরিচয় বহন করে।
উল্লেখ্য, রসাটমের বিদ্যুৎ শক্তি শাখার অঙ্গ প্রতিষ্ঠান রসএনার্গোএটমের একটি বিভাগ হলো এতমএনার্গোরিমন্ট। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো রুশ পরমাণু শিল্প ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ বা মেইন্টেন্যান্স। জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রতিষ্ঠানটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য এনার্জি প্রকল্পে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ করে থাকে।
রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যত দ্রুত সম্ভব জ্বালানি লোডিং এবং স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।