খুলনার পাইকগাছায় মক্তবের শিশুকে যৌন নিপীড়ণ করায় হুজুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭ টার দিকে।
ঘটনাটি ঘতিয়েছেন উপজেলার কাসিমনগর সরদার পাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মক্তবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫)। তিনি কাসিম নগর গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে। মক্তবে ছেলে মেয়েদের তিনি পাঠদান করান।
স্থানীয়রা জানায়, অন্যান্য শিশুদের ছুটি দিয়ে হাতের লেখা শিখানোর জন্য ৯ বছরের শিশু ভিকটিমকে রেখে দেন হুজুর। ভিকটিম জানায়, তাকে নানাভাবে যৌন হয়রানি করা হয়েছে, শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে স্পর্শ করে ব্যথা দিয়েছে হুজুর। শিশুটির ভাষায় হুজুর ছোট্ট শিশুর সাথে যা করেছে তা ক্ষমার অযোগ্য। সে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকেরা থানায় মামলা করেন।
এদিকে হুজুরের কাছে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেন, আমি জামায়াতের কর্মী ও রোকন প্রার্থী। কপিলমুনি ইউনিয়ন জামায়াতের কমিটিতে আছি।
জামায়তের কপিলমুনি ইউনিয়ন আমির রবিউল ইসলাম বলেন, সে জামায়াতের কোনো পদে নেই। সে জামায়াতের লোকদের সাথে মিশে থাকে। এজন্য জামায়াত সম্পর্কে তার ধারণা আছে।
থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে আইনে প্রক্রিয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে।