বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খিলাফত নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্যকে গুরুতর বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিক্রিয়ার সঙ্গে মেলে।”
তিনি আরও বলেন, “তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর।”
এছাড়া, গত ১৭ মার্চ নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, হত্যা ও নির্যাতন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।” পাশাপাশি, তিনি বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান সম্পর্কেও মন্তব্য করেন এবং বলেন, “ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।”
এদিকে, তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা হওয়া নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত।”