দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সম্প্রতি চাঁদাবাজি ও হত্যার মতো অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। সংঘবদ্ধ এসব অপরাধ দমন করতে হিমশিম খাচ্ছে সরকার। তবে এবার কঠোর অবস্থানে গেছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাজধানী লিমায় এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।
সোমবার (১৭ মার্চ) দেশটির সরকার এই সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি গায়ক পল ফ্লোরেসকে হত্যা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (১৬ মার্চ) ৩৯ বছর বয়সী এই গায়ককে লিমার বাইরে একটি কনসার্ট থেকে বেরিয়ে আসার সময় হামলাকারীরা গুলি করে হত্যা করে। তার প্রতিনিধিরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিল একটি অপরাধী চক্র।
ল্যাটিন আমেরিকা জুড়ে চাঁদাবাজি একটি বড় সমস্যা হলেও, পেরুতে এটি আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে, ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার মতো সংঘবদ্ধ অপরাধী চক্র এসব অপরাধে জড়িত।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত পেরুতে ৪৫০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গায়ক ফ্লোরেসের হত্যার পর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে বলেন, ‘আমরা আর একটি মৃত্যুও হতে দেব না।’ তিনি অপরাধীদের মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়েও বিবেচনার কথা জানান। জরুরি অবস্থার ফলে লিমা এবং এর বন্দর কালাওতে কিছু নাগরিক স্বাধীনতা স্থগিত থাকবে। এর আওতায় সরকার সমাবেশের অধিকার বাতিল করতে পারবে এবং বাড়িতে তল্লাশি চালানোর ক্ষমতা পাবে।