বিমান হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েল। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরুর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ ট্রাম্পের পরামর্শ নিয়েছিল।
ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজার একাধিক স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যাতে নিহত হয়েছে ৩০০ জনের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান, হামাস ও হুথিদের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সামরিক অবকাঠামো, শীর্ষ কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করেই হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে হামলা শুরু করা হয়েছে।
অন্যদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের অবরোধের ফলে গাজায় বিদ্যুৎ, পানি ও খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় গাজায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।