মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালা পাগলা জয়মঙ্গল স্থানে অনুমোদনবিহীন একটি জুস কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পাওয়া যায়।
এ সময় ১২৩ কার্টুন অনুমোদনহীনভাবে উৎপাদিত জুস জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়। এছাড়াও, অবৈধ কারখানাটি সীল করা হয় এবং ভোক্তা অধিকার আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
এই অভিযানটি ভোক্তাদের স্বার্থে এবং বাজারে নিরাপদ ও মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এমন ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।