শ্রীমঙ্গলে শহর, সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এ কার্যক্রম বাস্তবায়ন করতে ইতিমধ্যে পৌরসভার উদ্যোগে ৬৩৫টি ডাস্টবিন ও বেশ কিছু ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে ।
তারই অংশ হিসেবে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে সরজমিন উপস্থিত থেকে ৬টি ডাস্টবিন ও একটি ভ্যান গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকবৃন্দ।
ডাস্টবিন ও ভ্যান গাড়ি হস্তান্তর শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন বলেন, শহরের রাস্তা-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং নিজেদের বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। সকলের সদিচ্ছায় একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়। তাই এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।