আলমডাঙ্গায় বিএনপির কর্মিসভায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ শামসুজ্জামান দুদু উপস্থিত হয়ে তৃণমূল কর্মিদের মাঝে সাংগঠনিক উন্মাদনা যুগিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) আলমডাঙ্গার হাজি মোড়ে অনুষ্ঠিত কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের তীব্র হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি চাঁদাবাজের দল নয়। যারা দলীয় নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, দখলদারি করছে, তাদের ধরে পুলিশের হাতে তুলে দিবেন। স্বৈরাচারী আওয়ামী সরকারকে যখন উৎখাত করতে পেরেছি, দলের মধ্যে চাঁদাবাজ অনুপ্রবেশকারীদেরও বেছে বেছে দমন করা হবে।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহিদুল কাওনাইন টিলু মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বর্ষিয়ান এই নেতা।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক এ্যাড ওয়াহিদুজ্জামান বুলা, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সাদিক আহম্মেদ, আলমডাঙ্গা কৃষক দলের সাবেক সভাপতি বুরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রতন আলি, বিএনপি নেতা আবু জাফর।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিন্টু, সহ-সভাপতি মাগরিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা জাসাসের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সকলে প্রধান অতিথির হাতে হাত রেখে জাতীয়তাবাদ আদর্শে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাসাসের সভাপতি মীর শামসুদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার রশীদ সাগর মাষ্টার, সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।