পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গ্রহণ করে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চৌধুরী নাফিজ সারাফত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎসহ একাধিক অভিযোগের ওপর তদন্ত চলছে।
তদন্তের পর, চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে রাহিব সাফওয়ান সারাফত সম্পর্কে জানা গেছে যে, তাদের বিভিন্ন ব্যাংক হিসাবগুলোতে অসামঞ্জস্যপূর্ণ বিপুল পরিমাণ টাকা জমা ও উত্তোলন হয়েছে, যা তাদের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এবং মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে করা হতে পারে।
এছাড়া, অভিযোগ অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্তরা তাদের ব্যাংক হিসাবের টাকা স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এর ফলে তদন্তের স্বার্থে ও অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, গত ৭ জানুয়ারি আদালত তাদের রাজধানীর বিভিন্ন স্থানে থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিলেন। পরে ২২ জানুয়ারি নাফিজ সারাফতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশও দেওয়া হয়।
দুদকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে এ তদন্ত চলমান রয়েছে এবং তাদের ব্যাংক হিসাব ও অন্য কোনো অবৈধ সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।