মোবাইল কলরেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গ্রাহক, মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদের মুখে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এনবিআরের একটি সূত্র কালবেলাকে জানিয়েছে, মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। এ বিষয়ে কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।
এর আগে ৯ জানুয়ারি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়েছিল, যার মাধ্যমে মোবাইল সেবার ওপর ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল। এই সিদ্ধান্তটি দেশব্যাপী সমালোচিত হয়েছিল এবং এতে নাগরিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছিল।
আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের সিদ্ধান্ত গ্রাহকদের জন্য উপকারি হবে। আমরা শুল্ক আরোপের পর থেকে এটির প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম, কারণ এটি গ্রাহকদের ওপর বড় ধরনের প্রভাব ফেলত।”
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এনবিআরের সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এখন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট আরও কমানো দরকার এবং সেবা প্রদানের গতি ও মান আরও উন্নত করতে হবে।”
এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেট সেবার ব্যয় কমবে এবং সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি পাবে, পাশাপাশি সেবার মান উন্নত করার প্রয়োজনীয়তা আরও বেড়ে যাবে।