রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজার এলাকায় একটি লেদার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে, দুপুর ২টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম কালবেলা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাততলা একটি ভবনের পঞ্চম তলায়, যেখানে ছিল লেদারের গোডাউন। আগুনের সূত্রপাত সেখান থেকেই হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে এবং বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।