পাবনার ভাঙ্গুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারের সামনে শনিবার (১৫ মার্চ) এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় জুনায়েদ (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছিল।
নিহত শিশুটির বাবা সুলাইমান (৪০) একই সময়ে মারাত্মকভাবে আহত হন। উপস্থিত স্থানীয়দের সহায়তায় বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
শনিবার (১৫ মার্চ) তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা চক্রপাড়ায় স্থানীয় কবরস্থানে ছেলের লাশ দাফন করা হয়। রবিবার (১৬ মার্চ) একই কবরস্থানে ছেলের পাশেই বাবার লাশ দাফন করা হয়। এ ঘটনায় পরিবারের চলছে শোকের মাতম।
জানা যায়, নিহত শিশুটির নানার বাড়ি উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। বাবার সাথে সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটর বাইককে একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়, পরবর্তীতে মারা যান বাবা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টিতে মামলা হয়েছে। অভিযুক্ত ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।