চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে শুভেচ্ছা জানাতে শিশুদের মাধ্যমে ফুল উপহার দেওয়া হয়। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ইফতারে অংশ নেন।
শনিবার (১৫ মার্চ) সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন।
বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, “মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনই সম্ভব নয়।” তবে এ প্রক্রিয়া সহজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংলাপ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে তিনি ইফতার ও নৈশভোজে অংশ নেন। এ সময় তিনি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন এবং দেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।