বগুড়ায় চাঁদা না পেয়ে শহরের মাটিডালির সানশাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়া মুকুল (৪২) ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জুম্মান কসাই (৪১) ধরা পড়েছেন।
র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ এ তথ্য দিয়েছেন।
র্যাব সূত্র জানায়, নিহত বিপুল মিয়া মুকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের মাটিডালি এলাকায় সানশাইন আসাবিক হোটেলে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১৭ ডিসেম্বর দুপুরে একদল দুর্বৃত্ত চাঁদা না পেয়ে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহতের স্বজনরা বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব সদস্যরা তদন্তে হত্যায় জড়িত অন্যতম প্রধান আসামি বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার সোহরাব কসাইয়ের ছেলে জুম্মান কসাইকে শনাক্ত করেন। এরপর শনিবার বেলা দেড়টার দিকে গোপনে সংবাদের ভিত্তিতে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় সেলিম হোটেলের সামনে থেকে জুম্মানকে গ্রেপ্তার করেন। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।