দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, স্টেশনটির মেরামতে প্রাথমিক ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা, তবে আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও অন্যান্য কার্যক্রম মিলিয়ে খরচের পরিমাণ দাঁড়াবে মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকায়।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশনটি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ অন্য স্টেশন থেকে নিয়ে মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। তবে যেসব যন্ত্রাংশ আমদানি করা প্রয়োজন হবে, সেগুলো পরবর্তীতে সংযোজন করা হবে। এ খরচ মেট্রোরেল প্রকল্পের বরাদ্দ থেকেই করা হবে, সরকারের কাছ থেকে আলাদা কোনো তহবিল নেয়া হবে না।
সড়ক উপদেষ্টা আরও জানান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য দেশি-বিদেশি মেট্রো প্রকল্পে অভিজ্ঞ বাংলাদেশিদের মধ্যে থেকে উন্মুক্ত আবেদন আহ্বান করা হয়েছে। পূর্বে এ পদে শুধুমাত্র সাবেক আমলাদেরই নিয়োগ দেয়ার নিয়ম ছিল, যা এখন পরিবর্তন করা হয়েছে।
মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং আইজিপির নেতৃত্বে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান উপদেষ্টা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর স্টেশনে ব্যাপক ক্ষতি করা হয় এবং ২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমটিসিএলের তৎকালীন এমডি জানান, স্টেশন মেরামতে এক বছরের মতো সময় লাগতে পারে। তবে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু, মেরামতে ব্যয় ১ কোটি ২৫ লাখ টাকা
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০২:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- ৫২৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
মেট্রোরেল
জনপ্রিয় সংবাদ