মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুর প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে নরসিংদীর ঐতিহাসিক পাঁচদোনা মোড়ে স্বেচ্ছায় মানব ও সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে ফাউন্ডেশনের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “নির্মম পাশবিকতায় আছিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাদেরকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা সারাদেশের মানুষকে লজ্জিত করেছে।”
তিনি বলেন, “আছিয়ার ওপর নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে। রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল-স্লোগানে। একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের। বৃহস্পতিবার সিএমএইচ থেকে তার মৃত্যুর খবরে শোক আর ক্ষোভে একাকার দেশের সকল শ্রেণির মানুষ। ধিক্কার জানাচ্ছি মানুষরূপী কুলাঙ্গারদের।”
এ সময় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য প্রদান করে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ আরো অনেকে।