বাংলাদেশের নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে টাইমফ্রেম নির্ধারণের কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও জানান, “বিএনপি জাতিসংঘ মহাসচিবকে সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেছে এবং এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছে।” “আমরা বলেছি, নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই বাকি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে,” বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “সংস্কার ও নির্বাচন কীভাবে হবে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, জাতিসংঘও সেটিই মনে করে। জনগণই এই সিদ্ধান্ত নেবে।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভবিষ্যতে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে, যা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেন এবং জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।