স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫ আগস্টের আগে বিতর্কিত ভূমিকা পালনকারী পুলিশসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছাগলকাণ্ডের মতিউরকে আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে।”
তিনি আরও বলেন, “যেসব পুলিশ সদস্য বিতর্কিত ভূমিকা পালন করেছেন এবং তাদের বিরুদ্ধে ফুটেজ রয়েছে, তাদের ধরা হচ্ছে এবং ধরা হবে। প্রতিদিন দু-একজন করে ধরা পড়ছেন। মতিউরকে আজকে ধরা হয়েছে, তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”
এসময় তিনি আরো জানান, অনেক পুলিশ সদস্যদের পদোন্নতি দেওয়া হলেও বিতর্কিত ভূমিকার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “যেসব কর্মকর্তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ রয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে, আজকে তো মতিউর ধরা পড়েছে। কয়েকজন এখনও লুকিয়ে আছেন, তাদেরও একে একে ধরা হবে।”
উল্লেখ্য, বিতর্কিত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তদন্ত ও অনুসন্ধান চলমান রয়েছে এবং বেশ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়েও কথা বলেন।