মসজিদ সমাজ বাংলাদেশের কর্তৃক আয়োজিত “ইসলামি সুখী সুন্দর সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি সম্প্রসারণে মুসলমানদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় ৬/২৬, ই ব্লক লালমাটিয়া মসজিদ সমাজের প্রধান কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি মুহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, “আল্লাহর বিধান চিরকাল স্থায়ী। মানুষের কোনো ক্ষমতা নেই আল্লাহর বিধানে পরিবর্তন আনার। ইসলামী আইন ও আদর্শ কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে।”
তিনি আরও বলেছেন, পতিত স্বৈরাচারী সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ডা. দীপু মনি ও তার পরিবার মেঘনার পাড় দখল করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে।
প্রধান আলোচনায় ড. শেখ আসিফ এস. মিজান বলেন, “আফ্রিকা একটি সম্ভাবনাময় মহাদেশ। ইসলাম প্রচার ও ইসলামী অর্থনীতি সম্প্রসারণের জন্য আফ্রিকা হতে পারে একটি উর্বর ক্ষেত্র। আফ্রিকাতে ইসলামী ব্যাংকিং চালুর মাধ্যমে এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে মহাদেশটির অর্থনীতি বদলে দেয়া সম্ভব। এটি শুধু আফ্রিকারই উন্নতি ঘটাবে না, বরং বৈশ্বিক ইসলামী অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মুহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া তার বক্তব্যে মসজিদ সমাজ বাংলাদেশের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি দুই লক্ষ মসজিদে মক্তব প্রতিষ্ঠা, ইমামদের প্রশিক্ষণ প্রদান, মাদকাসক্তদের জন্য নিরাময় কেন্দ্র স্থাপন এবং দুই লক্ষ পথশিশুকে লালনপালনের জন্য একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া আফ্রিকাতে ইসলামী ব্যাংক অব জাম্বিয়ার মতো উদ্যোগ চালু করার জন্য সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে সহযোগিতার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক মুসা, মুফতি আব্দুল্লাহ আল মামুন, শাহ্ নেওয়াজ কাজল, আশরাফ আলি আকন, মুফতি যুবায়ের আহমদ, মোহাম্মদ শিহাব উদ্দিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই মসজিদ সমাজ বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের উন্নয়নে ইসলামের ভূমিকা বিষয়ে তাদের মতামত প্রদান করেন।
অনুষ্ঠানটি শেষ হয় দুপুর ১টায়, মসজিদ সমাজ বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সকলের সহযোগিতার জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে।
এই মাত্র পাওয়াঃ
মোহাম্মদপুরে মসজিদ সমাজ বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ১০:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- ৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান
জনপ্রিয় সংবাদ