বোয়ালখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সাইফুলকে (৩৯) আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সেনাবাহিনীর বোয়ালখালী ক্যাম্পের দায়িত্বরত মেজর রাসেল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সাইফুল উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকার আহমদ ছফার ছেলে।
সেনাবাহিনী বোয়ালখালী ক্যাম্পের দায়িত্বরত মেজর রাসেল জানান, সাইফুলকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে এবং তাকে আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।