বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে আতপ চাল আমদানি করবে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) ও বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি সই হয়। টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এই স্মারকে সই করেন।
এ সময়ে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক চালের বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্কের উন্নতি এবং শক্তিশালী করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক একাধিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। তবে গত কয়েক বছরে এই সম্পর্ক কিছুটা টানাপোড়েনে ছিল। কিন্তু, সম্প্রতি পাকিস্তান থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে সরাসরি নৌপথে পণ্যবাহী জাহাজ আসা এবং পাকিস্তান থেকে চাল আমদানির চুক্তি দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
পাকিস্তান থেকে গত নভেম্বরে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্যবাহী জাহাজ এসেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হয়, যা এই চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্যার,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার ০৪/০৯/২০১৪ ইং সনের দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার দুটি কপি প্রয়োজন।