বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে হাসপাতালের পূর্ব পাশের মেডিসিন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির ভেতরের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে তুলা থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। কক্ষে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ১২:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- ১৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ