জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও জনসাধারণের চলাচলের রাস্তা নষ্টের অপরাধে দুই ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসিফ আল জিনাত।
জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা পশ্চিমপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আফছার আলী মন্ডলকে অবৈধভাবে পুকুর খননের অপরাধে গত ১১ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল আরা মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে পুকুর খনন করে মাটি বিক্রি করতে নিষেধ করেন। তাঁর নিষেধ তোয়াক্কা না করে পরবর্তীতে তিনি আবার ওই পুকুর আবারও খনন শুরু করলে কালাই উপজেলার ভাবকী গ্রামের জব্বার ফকিরের ছেলে ভেকু মেশিনের মালিক কলম ফকিরকে (৫৫) দ্বিতীয়বার পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাস জেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
একইদিন ক্ষেতলাল পৌরসভার কোড়লগাড়ী মহল্লায় সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে পুকুর খনন করে ট্রাকলরি যোগে এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন বিক্রি করে আসছে। এতে ওই এলাকার প্রধান পাকা রাস্তাসহ গ্রামীণ রাস্তাঘাট চরমভাবে ক্ষতিগ্রস্ত ও জনসাধারণ চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়।

অভিযোগ পেয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট থানা ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুকুর মালিক সাইফুল ইসলামের এক লক্ষ টাকা ও ভেকু মালিক কলম ফকিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করে ছেড়ে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ক্ষেতলাল উপজেলায় কিছু মাটি বিক্রেতা নিয়ম বহির্ভূত পুকুর খনন করে আসছিল। এমন অভিযোগে মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।