বাংলাদেশে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নতুন সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে মাত্র ১০ মিনিটে বিদেশিরা তাদের ভিসা পেয়ে যাবেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিরা অনেক সময় অপেক্ষা করে দীর্ঘ সময় পেতে হয় অন-অ্যারাইভাল ভিসা। তবে নতুন সিস্টেম চালু হলে বিদেশি নাগরিকরা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেতে পারবেন।”
তিনি আরও জানান, বিদেশিরা অনলাইনে আবেদন করবেন এবং তথ্য প্রদান করার পর একটি কোড পাবেন। তারপর এয়ারপোর্টে কোডটি দেখিয়ে এবং ডলার পেমেন্ট করলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা ভিসা পেয়ে যাবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ভিসার মেয়াদ এক মাস থাকবে এবং পেমেন্ট কার্ড অথবা ক্যাশে করা যাবে। এ সিস্টেম চালু হওয়ার পর বিদেশিরা আগের তুলনায় দ্রুত সেবা পাবেন।”
তিনি আরও বলেন, “পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে যদি ভেরিফিকেশন রাখা হয়, তখনো যেন সহজে পাসপোর্ট পাওয়া যায়, সেজন্য কাজ করছি।”
নতুন এই ভিসা সিস্টেমের ফলে বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে আসা আরও সহজ হবে এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে, এমনটাই আশা করছে সরকার।