দীর্ঘ সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে তিনি নিজের পুরোনো ছন্দে ফিরে আসেন। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মধ্যে অনুষ্ঠিত আজকের ম্যাচে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তামিম।
আজ সিলেটের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম বিভাগ। তামিম ইকবাল শুরু থেকেই সিলেট বিভাগের বোলারদের উপর চড়াও হয়ে মারমুখী খেলতে শুরু করেন। মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন তামিম, যা তার দক্ষতা এবং আত্মবিশ্বাসের প্রমাণ। তামিমের ওপেনিং জুটিতে চট্টগ্রামের স্কোরবোর্ডে ওঠে ৮০ রান। তার সঙ্গী মাহমুদুল জয়ও ভালো খেলেন, ১৭ বলে ২৯ রান করে তিনি আউট হন।
তবে তামিম থেমে থাকেননি, ২৭ বলে ফিফটি করার পর ৩৩ বলে ৬৫ রান করে আউট হন তিনি। ৮ চার এবং ৩ ছয়ে ৬৫ রান করার পর তোফায়েল আহমেদের বলে সৈয়দ খালেদ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন তামিম। তার ফেরার পর চট্টগ্রামের ব্যাটিং লাইনআপে আর কেউ তেমন কিছু করতে পারেনি, এবং ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করেই চট্টগ্রামের ইনিংস শেষ হয়ে যায়।
এই ম্যাচে তামিমের ব্যাটিং ছিল দুর্দান্ত, তবে দলের অন্যান্য ব্যাটসম্যানরা তার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হন। চট্টগ্রাম ইনিংসটি শেষ হওয়ার আগে, তারা সিলেটকে এক ধরনের চ্যালেঞ্জই ছুড়ে দেয়, যদিও পরবর্তীতে সিলেটের বোলাররা তা মোকাবেলা করতে সক্ষম হন।