চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজমসহ অন্যান্যরা।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে এবং পানিতে ডুবে অথবা সড়ক দূর্ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারগুলোর প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।