সোমবার (১০ মার্চ) বেলা ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেওলিয়া চালিতাঘাটায় স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্পে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি তপন কুমার বিশ্বাস, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন কৃষি উৎপাদনে প্রান্তিক কৃষককে উদ্বুদ্ধ করাসহ কৃষককে সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কৃষি অফিসারসহ অন্যান্যদের প্রতি আহবান জানান।