গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-৪৬৯) নির্বাচনে চালক-শ্রমিকদের দেওয়া ভোটে নির্বাচিতরা হলেন- সভাপতি: মো. নজরুল ইসলাম নজরুল (চাকা মার্কা), সাধারণ সম্পাদক: মো. আইয়ুব আলী (সাইকেল মার্কা), কার্যকরী সভাপতি মানিক (গরুগাড়ী মার্কা), সহ-সভাপতি: আজহারুল ইসলাম হারুন (চাঁদ মার্কা), সহ-সম্পাদক: সাজ্জাদ হোসেন সেলিম (হরিণ মার্কা), সাংগঠনিক সম্পাদক: আঃ হান্নান (হুক্কা মার্কা), প্রচার সম্পাদক: মো. শাহ আলম (চশমা মার্কা), দপ্তর সম্পাদক মো. নুরু (হাস মার্কা)। এছাড়া, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল মার্কা), তিনি টানা অষ্টমবারের মত নির্বাচিত হয়ে সারা দেশে পরিবহন সেক্টরে এক ইতিহাস রচনা করেছেন।
তারা নির্বাচিত হওয়ার পর সংগঠন ও শ্রমিকদের সেবায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর বড় বাজার, ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশন শপদ বাক্য পাঠ করিয়ে আনুষ্ঠানিক দায়িত্বভার বুঝিয়ে দেন। এ সময় শত শত শ্রমিক জনতাকে তাদের প্রিয় নির্বাচিত প্রার্থীদের পক্ষে বিজয় আনন্দ উল্লাস করতে দেখা গেছে।