সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ব্যারিস্টার তৌফিক এনাম ও ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী।
মাগুরার দুই কৃতি সন্তান মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ায় মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এক যুক্ত বিবৃতিতে মাগুরার শালিখা উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার তৌফিক ইনাম ও মহম্মদপুর উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরীকে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করায় ধন্যবাদ জানান। তাদের সার্বিক মঙ্গল কামনা করে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়নে ভুমিকা রাখার আহবান জানান।