শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ১২ দুপরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়।
এবার দেবী দুর্গার মালিনী নামে পূজা করা হয় ৭ বছরের মেয়ে তন্নী চক্রবর্তী অর্ণাকে। তন্নী চক্রবর্তী শ্রীমঙ্গল উপজেলার বনগ্রামের নুপুর চক্রবতী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে একটি স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী।
বৃহস্পতিবার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গনে ভীড় জমিয়েছেন। পূজিত কুমারী শিশুটিকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরহিতগণ।
পূজা শেষে ভক্তবৃন্দের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়। তখন সবাই দেবীকে প্রণাম জানান। শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দুর্গা পূজা উদযাপন পরিষদের সিংক-পুজা কমিটি সাধারণ সম্পাদক অরুনোদয় ভট্রাচায্য (অপু) বলেন, ধর্ম বর্ণ-নির্বিশেষে সবার মঙ্গলের জন্য প্রতিবছর রঘুনাথপুরের আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজার আয়োজন করা হয়।
গত ২৭ বছর থেকে এখানে কুমারী পূজা হয়ে আসছে। এবার নিয়ে ২৭ তম আয়োজন। শাস্ত্রে আছে ভগবান জীবাত্মা রূপে সব জীবের মধ্যে বিরাজমান। কুমারী পূজাটি স্বামী বিবেকানন্দ প্রচলন করেন। নারীকে দেবী জ্ঞানে সেবা করা, নারীদের শ্রদ্ধা করা, যাতে তাদের শ্রদ্ধার আসনে রাখা হয়, সে জন্য কুমারী নারীর পূজা করা।
এই মাত্র পাওয়াঃ
শ্রীমঙ্গলে ২৭তম কুমারী পূজা অনুষ্ঠিত
-
মৌলভীবাজার প্রতিনিধি
- আপডেট সময় ১০:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- ৬৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ