সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালানোর পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি রোববার (৮ ডিসেম্বর) একটি বক্তব্য দিয়েছেন। তিনি জানান, যেকোনো নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তিনি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার চেষ্টা অব্যাহত থাকবে। বাশার আল-আসাদ নিজের ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে দামেস্ক ছাড়ার পর, প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি এসেছে।
প্রধানমন্ত্রী আল-জালালি বলেন, “আমি বাড়ি ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে যথাসাধ্য চেষ্টা করব।”
তিনি আরও উল্লেখ করেন, বিদ্রোহী গোষ্ঠীর ক্ষমতার পালাবদলের আগে সরকারি প্রতিষ্ঠানগুলো তার অধীনে থাকবে।
এসময় তিনি বলেন, “এই দেশটি একটি স্বাভাবিক দেশ হতে পারে, যেটি তার প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারে। তবে, এটি সিরিয়ার জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতৃত্বের উপর নির্ভর করে। আমরা সহায়তা করতে প্রস্তুত এবং সম্ভাব্য সব ধরনের প্রস্তাব দিতে প্রস্তুত।”
এছাড়াও, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানানো হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীর প্রধানও বলেছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির অধীনে থাকবে। এ পরিস্থিতি সিরিয়ার ভবিষ্যত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।