সদ্য বদলী হওয়া শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসকে বিদায় সংবর্ধনা দিয়েছেন সনাতন হিন্দু সম্প্রদায়।
শনিবার (০৮ মার্চ) দুপুরে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতন সম্প্রদায়ের আয়োজনে বাবুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী, শ্রী গণপতি বারেক ও নাড়ু গোপাল পালসহ অন্যরা।
এ সময় কাঞ্চন কুমার দাস বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। এখান থেকে চলে গেলেও পিছিয়ে পড়া সনাতন সম্প্রদায়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাফল্য তাকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন। তার এই দীর্ঘ সময়ের কার্যক্রমের সংশ্লিষ্টতায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁর হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।