আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা অদম্য নারীদের সম্মাননা পুরস্কার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।
এ বছর সম্মাননা পাওয়া নারীরা হলেন- অর্থনীতিতে অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য হালিমা বেগম, সফল জননী নারী হিসেবে মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা) এবং বিশেষ বিবেচনায় সম্মাননা পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নারীদের অদম্য প্রচেষ্টা এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেশের নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।”
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, “এ ধরনের স্বীকৃতি নারীদের অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর ৮ মার্চ উদযাপিত হয়। নারীর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনগুলো উদযাপনের পাশাপাশি বৈষম্য দূর করে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।