রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৮ মার্চ) সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ দুপুর ১২টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে আনোয়ার হোসেনকে তার বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা। তারা তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আনোয়ার হোসেন বনশ্রী এলাকায় পরিবারসহ বসবাস করেন এবং তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়।
হাসপাতালে আনোয়ার হোসেনকে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, ঘটনার দিন রাতে বাসায় ফেরার পথে আনোয়ার হোসেনের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। তারা তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা ৪ রাউন্ড গুলি চালায় এবং স্বর্ণসহ টাকাগুলো লুট করে পালিয়ে যায়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।