নবীগঞ্জের সীমান্তবর্তী আউশকান্দি ইউনিয়নের পারকুল বনগাও হাছনখালি এলাকায় বটগাছের নীচে অবস্থিত আধ্যাতিক জগতের মহাপুরুষ অলৌকিক শ্রী শ্রী দূর্লভ ঠাকুরের পূণ্য লীলা ভূমিতে মন্দিরের ৪৬ তম বার্ষিক উৎসব উপলক্ষ্যে অষ্টপ্রহরব্যাপী কীর্তন সম্প্রতি দিন-রাতব্যাপী অনুষ্ঠিত হয়ছে। সিলেট বিভাগের ৪ জেলার মিলনস্থল নবীগঞ্জ-শেরপুর সংলগ্ন ঐতিহ্যবাহী এই মন্দিরে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
প্রাচীন লোকজনের ভাষ্য মতে, শ্রী শ্রী দূর্লভ ঠাকরের এই মন্দিরে কোনো ভক্ত যদি কোনো মানস করে, তাদের ব্যক্তি জীবনে তা প্রতিফলিত হয়। তাই হিন্দু মুসলমান ধর্মের মানুষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতি বছর এই মন্দিরে বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে বার্ষিক উক্ত অনুষ্ঠানে।
৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে কীর্তন পরিবেশন করেন কানাই লাল সম্প্রদায়ের শ্রী যুক্ত রজত কান্তি গোস্বামী, শ্রী শ্রী কানুপ্রিয় সম্প্রদায়েরে শ্রীযুক্ত মিন্টু সরকার, শ্রী শ্রী দয়াল ঠাকুর সম্পাদায়ের শ্রীমতি সুমিত্রা পাল, শ্রী শ্রী কিশোরী সম্পাদায়ের শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল।
উৎসব কমিটির সভাপতি রথীন্দ্র সুত্রধর রকেটের সভাপতিত্বে এবং সাধারণ সস্পাদক বাবুল সুত্রধর, সাধন সুত্রধর, যুগ্ম সম্পাদক বিশ্বজিত রায়, সহ সম্পাদক অরুন সুত্রধর, অশক দেব, রিপন দেব, উজ্বল দাস, দুলন সুত্রধর, রতিশ গোপসহ অন্যান্য উপদেষ্টাদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ আইডিয়াল ইউমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ, নিধির সুত্রধর, অশক দেব, সুমি রানী পাল, শুভশ্রী পালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ১০ হাজারের বেশি ভক্তবৃন্দ।
শুক্রবার (০৭ মার্চ) দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।