ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কমলগঞ্জে ২০ দরিদ্র অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোর আইটি পার্ক বিনিয়োগকারীদের ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা মিতা রাণীর পরলোকগমন: সাংবাদিক নেতাদের শোক ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার  মামলা করলেন সারজিস নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে মৌলভীবাজারে দেড় কোটি টাকার সিগারেট পোড়ালো বিজিবি “মেয়েদের মন, ব্রেক আপ” নামক পিঠার স্বাদ পাওয়া যাচ্ছে গুরুদয়াল কলেজে ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

ছবি: সংগৃহীত

করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে। এতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম বলেন, এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, পাকিস্তানের হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দ্রাবাদে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকরা অংশগ্রহণ করবেন।

এছাড়া তিনি জানিয়ে দেন, পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এ উপলক্ষে তিনি পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজতর করারও আশ্বাস দেন, যাতে তারা ঢাকায় অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন।

এক্সপ্রেস ট্রিবিউন আরও জানায়, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যেরও সমর্থন জানান। ড. ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এ সময় মাহবুবুল আলম পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং এইচসিএসটিএসআইকে ঢাকায় তাদের প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। তিনি আরও ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে

আপডেট সময় ০৮:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে। এতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম বলেন, এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, পাকিস্তানের হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দ্রাবাদে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকরা অংশগ্রহণ করবেন।

এছাড়া তিনি জানিয়ে দেন, পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এ উপলক্ষে তিনি পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজতর করারও আশ্বাস দেন, যাতে তারা ঢাকায় অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন।

এক্সপ্রেস ট্রিবিউন আরও জানায়, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যেরও সমর্থন জানান। ড. ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এ সময় মাহবুবুল আলম পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং এইচসিএসটিএসআইকে ঢাকায় তাদের প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। তিনি আরও ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন।