চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. খাইরুল বাশার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন।
আজ বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা বক্তব্য রাখেন এস আই আজিম, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডা. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, আব্দুস সালাম তালুকদার, সারওয়ার জাহান সুমন, মো. আলাউদ্দিন, আমিনুল ইসলাম, শাহরিয়ার শাহাদাত প্রমুখ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।