নীলফামারীতে মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী, আইনজীবী ও সাধারণ জনগণ।
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল ১১টায় চৌরঙ্গী মোড়, মাধার মোড় থেকে পৌর মার্কেট পর্যন্ত দীর্ঘ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে জনসাধারণ তাদের ক্ষোভ প্রকাশ করেন। জেলার হাজার হাজার মানুষ এতে অংশ নেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, নীলফামারীতে মেডিকেল কলেজ চালু করার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও কিছু অসাধু মহলের ষড়যন্ত্রের কারণে এখন এটি বন্ধের শঙ্কায় রয়েছে।
তারা বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নের জন্য এই মেডিকেল কলেজ চালু করা অত্যন্ত জরুরি। অথচ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।
শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজটি বন্ধ হয়ে গেলে তারা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
স্থানীয় একজন ছাত্র প্রতিনিধি বলেন, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এই মেডিকেল কলেজ। এটি বন্ধ হলে আমরা চিকিৎসা শিক্ষা থেকে বঞ্চিত হব, পাশাপাশি এলাকার উন্নয়নও বাধাগ্রস্ত হবে।”
নীলফামারী জেলা আইনজীবী সমিতির নেতারা বলেন, মেডিকেল কলেজটি বন্ধ হলে তারা আদালতের আশ্রয় নেবেন এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ বলেন, “যদি এই মেডিকেল কলেজ বন্ধ করার চেষ্টা করা হয়, তবে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করব।”
বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে এই অভিযোগ জানানোর দাবি জানান। জেলা প্রশাসক আশ্বাস দেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।
বিক্ষোভকারীরা জানান, যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র রুখতে প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, সাধারণ মানুষও এই আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, নীলফামারীর মতো গুরুত্বপূর্ণ একটি জেলায় মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা অপরিসীম। চিকিৎসাসেবা ও শিক্ষা বিস্তারের জন্য এটি চালু রাখা জরুরি।
Medical College চালু রাখতে হবে, স্থায়ী ক্যাম্পাস করে দিতেই হবে।