রাজধানীর মিরপুরে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ওয়্যারহাউস ইন্সপেক্টর রাকিবুল হাসান বাংলাদেশ সময়কে বলেন, রাত আনুমানিক ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। ধীরে ধীরে বাড়তে থাকে আগুন। পাশাপাশি কয়েকটি বস্তি থাকায় শেষে অন্য বস্তিতেও ছড়িয়ে যায় আগুন। ভোর আনুমানিক ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ তৎক্ষণাৎ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।