বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ এবার মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।
আগামী ১৩ থেকে ২২ নভেম্বর আয়োজিত এই উৎসবের ৪৫তম আসরে ‘ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে। ‘প্রিয় মালতী’ সিনেমার ইংরেজি নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’।
মেহজাবীন তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে সম্প্রতি টরন্টো ও বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই তিনি মিশরে ‘প্রিয় মালতী’ নিয়ে উপস্থিত হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন এই আনন্দঘন খবরটি শেয়ার করেন।
‘প্রিয় মালতী’ সিনেমাটি যৌথভাবে চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন আবু সাইদ রানা এবং শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মিশরের এই আন্তর্জাতিক মঞ্চে ‘প্রিয় মালতী’ নিয়ে হাজির হওয়া অভিনেত্রীর জন্য একটি বিশাল গর্বের বিষয়।
এই সিনেমায় মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরও অনেকে। ‘প্রিয় মালতী’র মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচিত করার সুযোগ পেলেন মেহজাবীন।