যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় ১৯টি অঙ্গরাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইতিমধ্যেই আলাবামা, অ্যারিজোনা, ডেলাওয়্যার, আইওয়া, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা, নিউ মেক্সিকো, ওরেগন, উইসকনসিন, ওয়াশিংটন রাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া কলোরাডো, ফ্লোরিডা, হাওয়াই, নেভাদা, পেনসিলভেনিয়া, টেনেসি, টেক্সাস এবং ওয়েস্ট ভার্জিনিয়ায়ও সেনা প্রস্তুত রাখা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য সহিংসতা ও উত্তেজনা এড়াতে নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সুইং স্টেটগুলোতে। ২০২০ সালের নির্বাচনের পরও এসব রাজ্যে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। এ বছর নির্বাচনী কেন্দ্রগুলোতে সশস্ত্র হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নেভাদা ও অ্যারিজোনায় বিশেষ সতর্ক অবস্থায় থাকা শেরিফ বিভাগ জানিয়েছে, সহিংসতা হলে সশস্ত্র ড্রোন ও স্নাইপার ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অ্যারিজোনার কাউন্টি শেরিফ রাস স্কিনার জানিয়েছেন, তাঁর বিভাগ সহিংসতার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং সকল কর্মীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া মিশিগানের ডেট্রয়েটে ২০২০ সালের মতো সহিংসতা এড়াতে এবার মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে এবং প্রায় ১৫ জন পুলিশ অফিসার টহল দিচ্ছেন। সম্ভাব্য সংঘর্ষ মোকাবিলায় গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।