ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি খবর না দিয়েই হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ভিজিট ইউরোপের ৮ দেশের ভিসা মিলবে ঢাকায় বাণিজ্য বন্ধ করলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত: গয়েশ্বর চন্দ্র রায় দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক এমপি ও মন্ত্রীদের উপস্থিতি ২০০৭ সালের আগে জন্ম নিলে ভোটার হওয়ার আহ্বান ইসির ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ মাগুরায় থানার সামনেও দুর্ধর্ষ চুরি দুদক ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার মুরাদনগরে শ্রেণি কক্ষ না থাকায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান

মৌলভীবাজারের হাতে কাজ কম থাকায় অলস সময় কাটাতে দেখা যাচ্ছে শব্দকর জনগোষ্ঠীরা

মৌলভীবাজার জেলায় যে শব্দকর জনগোষ্ঠী বসবাস করছে তাদের বক্তব্য, ডিজিটাল যুগে নিত্য নতুন ইলেকট্রনিক যন্ত্র সামগ্রিক তৈরি কারণে দেশীয় যন্ত্রের চাহিদা অনেক কম।

সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানে পুজা বিয়ে দলবেঁধে ঢুলিদের অংশগ্রহণ দেখা যেত। সেখানে আধুনিকতার ছোয়ায় তাদের আর কদর নেই বললেই চলে। এছাড়া পুঁজির অভাবে দেশীয় বাদ্যযন্ত্র এখন বিলুপ্তির পথে। তাই নানাবিধ কারণে বংশানুক্রমিক এই পেশার সাথে নিয়োজিত শিল্পীরা বাদ্যযন্ত্র আগ্রহ হারিয়ে ফেলছেন।

আবার নিরুপায় হয়ে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন তাদের অনেকেই। আধুনিক যন্ত্রপাতির আধিক্যে আগের দিনের মত এখন আর এসব বাদ্যযন্ত্রের তেমন চাহিদা নেই। শব্দকর জনগোষ্ঠীরা ২০০৯ সালে বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক প্রদান করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো প্রতিত্তোর পাওয়া যায়নি।

জানা গেছে মৌলভীবাজারের জেলার মোট ৭টি উপজেলার শব্দকর জনগোষ্ঠী বসবাস রয়েছে। এদের দেখার কেউ নেই। বর্তমানে এই ব্যবসা আমরা যেভাবে ধরে রেখেছি পরবর্তী প্রজন্ম তা করতে পারবে বলে মনে হয় না। পূর্ব পুরুষের পেশাকে টিকিয়ে রাখতে এবং ঐতিহ্য ধরে রাখতে এখনো চেষ্টা করছেন। কিন্তু দিনবদলের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে ঢাক, ঢোল।

আগে বিয়ে বাড়িতে বায়না করলে যে পরিমাণে টাকা পাওয়া যেত তারা এখন তা পায় না, বরঞ্চ বিভিন্ন জাত পাত ও বর্ণ বৈষম্যের শিকার হতে হয়। ৭-১০ জনের টিম নিয়ে শব্দকাররা অনুষ্ঠানে যাওয়া হয়। মাঘ- ফাল্গুন মাসে একটু ভালো উপার্জন করা যায় দশ থেকে বিশ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু মাঘ- ফাল্গুন মাসের শেষ হলে তেমন উপার্জন করা যায় না পাঁচ থেকে সাত হাজার টাকা উপার্জন করা যায়।

শব্দকাররা জানান, ৭০ বছর ধরে এই ব্যবসায় আছি। ৭০ বছর ধরে এই ব্যবসার মাধ্যমেই সংসার চলে। সংসার চালানোর মতো উপায় নেই। এখন এইভাবেই আমাদের চলছে। বাদ্যযন্ত্রই আমাদের সম্বল, বাদ্যবাদের সিজনে আমরা যা উপার্জন করার করি, অন্য সময় আমারা বেকার থাকি। সংগ্রামের পর আমি কাজ শিখেছি, পরে অন্যদেরকেও এই শব্দকরের কাজ শিখিয়েছি। সিজনে ব্যান্ড পার্টি বাজিয়ে আমাদের উপার্জন হয়, কিন্তু অন্যসময় আমাদের অন্য কাজ করতে হয়।

সংসার অচল,কি করে বাঁচবো,কি করে চলবো? বিয়ে বাড়িতে বায়না নিয়ে গেলে পাঁচ হাজার পাওয়া যায়, আবার কারো বাড়িতে বায়না নিয়ে গেলে দুই হাজার-বিশ হাজার পাওয়া যায়।

মৌলভীবাজার জেলার সমাজসেবার উপপরিচালক মো: হাবিবুর রহমান বলেন যে শব্দকর জনগোষ্ঠীরা তাদের বরাদ্দকৃত যা অর্থ আছে তা দিয়ে দেওয়া হয়। শব্দকর জনগোষ্ঠীর জন্য আর কোনো বরাদ্দ নাই। অন্যদিকে চা গোষ্ঠীর এককালীন পাঁচ হাজার টাকা, গৃহ নির্মাণ বরাদ্দ আছে। কিন্তু শব্দকর জনগোষ্ঠীর জন্য এসব বরাদ্দ নেই।

জনপ্রিয় সংবাদ

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

খবর না দিয়েই হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ভিজিট

মৌলভীবাজারের হাতে কাজ কম থাকায় অলস সময় কাটাতে দেখা যাচ্ছে শব্দকর জনগোষ্ঠীরা

আপডেট সময় ০৯:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

মৌলভীবাজার জেলায় যে শব্দকর জনগোষ্ঠী বসবাস করছে তাদের বক্তব্য, ডিজিটাল যুগে নিত্য নতুন ইলেকট্রনিক যন্ত্র সামগ্রিক তৈরি কারণে দেশীয় যন্ত্রের চাহিদা অনেক কম।

সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানে পুজা বিয়ে দলবেঁধে ঢুলিদের অংশগ্রহণ দেখা যেত। সেখানে আধুনিকতার ছোয়ায় তাদের আর কদর নেই বললেই চলে। এছাড়া পুঁজির অভাবে দেশীয় বাদ্যযন্ত্র এখন বিলুপ্তির পথে। তাই নানাবিধ কারণে বংশানুক্রমিক এই পেশার সাথে নিয়োজিত শিল্পীরা বাদ্যযন্ত্র আগ্রহ হারিয়ে ফেলছেন।

আবার নিরুপায় হয়ে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন তাদের অনেকেই। আধুনিক যন্ত্রপাতির আধিক্যে আগের দিনের মত এখন আর এসব বাদ্যযন্ত্রের তেমন চাহিদা নেই। শব্দকর জনগোষ্ঠীরা ২০০৯ সালে বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক প্রদান করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো প্রতিত্তোর পাওয়া যায়নি।

জানা গেছে মৌলভীবাজারের জেলার মোট ৭টি উপজেলার শব্দকর জনগোষ্ঠী বসবাস রয়েছে। এদের দেখার কেউ নেই। বর্তমানে এই ব্যবসা আমরা যেভাবে ধরে রেখেছি পরবর্তী প্রজন্ম তা করতে পারবে বলে মনে হয় না। পূর্ব পুরুষের পেশাকে টিকিয়ে রাখতে এবং ঐতিহ্য ধরে রাখতে এখনো চেষ্টা করছেন। কিন্তু দিনবদলের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে ঢাক, ঢোল।

আগে বিয়ে বাড়িতে বায়না করলে যে পরিমাণে টাকা পাওয়া যেত তারা এখন তা পায় না, বরঞ্চ বিভিন্ন জাত পাত ও বর্ণ বৈষম্যের শিকার হতে হয়। ৭-১০ জনের টিম নিয়ে শব্দকাররা অনুষ্ঠানে যাওয়া হয়। মাঘ- ফাল্গুন মাসে একটু ভালো উপার্জন করা যায় দশ থেকে বিশ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু মাঘ- ফাল্গুন মাসের শেষ হলে তেমন উপার্জন করা যায় না পাঁচ থেকে সাত হাজার টাকা উপার্জন করা যায়।

শব্দকাররা জানান, ৭০ বছর ধরে এই ব্যবসায় আছি। ৭০ বছর ধরে এই ব্যবসার মাধ্যমেই সংসার চলে। সংসার চালানোর মতো উপায় নেই। এখন এইভাবেই আমাদের চলছে। বাদ্যযন্ত্রই আমাদের সম্বল, বাদ্যবাদের সিজনে আমরা যা উপার্জন করার করি, অন্য সময় আমারা বেকার থাকি। সংগ্রামের পর আমি কাজ শিখেছি, পরে অন্যদেরকেও এই শব্দকরের কাজ শিখিয়েছি। সিজনে ব্যান্ড পার্টি বাজিয়ে আমাদের উপার্জন হয়, কিন্তু অন্যসময় আমাদের অন্য কাজ করতে হয়।

সংসার অচল,কি করে বাঁচবো,কি করে চলবো? বিয়ে বাড়িতে বায়না নিয়ে গেলে পাঁচ হাজার পাওয়া যায়, আবার কারো বাড়িতে বায়না নিয়ে গেলে দুই হাজার-বিশ হাজার পাওয়া যায়।

মৌলভীবাজার জেলার সমাজসেবার উপপরিচালক মো: হাবিবুর রহমান বলেন যে শব্দকর জনগোষ্ঠীরা তাদের বরাদ্দকৃত যা অর্থ আছে তা দিয়ে দেওয়া হয়। শব্দকর জনগোষ্ঠীর জন্য আর কোনো বরাদ্দ নাই। অন্যদিকে চা গোষ্ঠীর এককালীন পাঁচ হাজার টাকা, গৃহ নির্মাণ বরাদ্দ আছে। কিন্তু শব্দকর জনগোষ্ঠীর জন্য এসব বরাদ্দ নেই।