মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (৪ নভেম্বর) সাড়ে ৯ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে নন্দরাণী চা বাগান ব্যাবস্থাপক হত্যা মামলা, সংবাদকর্মী হুসেন বক্তকে হত্যাচেষ্টা মামলা, মাধবপুর উচ্চ বিদ্যালয় ও ইউনিয়নের গাছচুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন।