পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর একটি গোপন অভিযানে ৬ সেনা নিহত এবং ৮ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লে. কর্নেল রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দেশটির সামরিক মিডিয়া শাখা আইএসপিআর পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাতে অভিযানের সময় ৬ জন বীর সেনা শহীদ হয়েছেন। যাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী শওকত। যিনি ওই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন।
শহীদ হওয়া বাকি পাঁচ সেনা হলেন- ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক আখতার জামান, ল্যান্স নায়েক শাহিদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী এবং সিপাহী জামিল আহমেদ।
সামরিক বাহিনীটি জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাওয়ারিজের প্রধান নেতা আতাউল্লাহ রয়েছেন, যিনি মেহরান নামেও পরিচিত। চলতি মাসের শুরুতে এই এলাকায় বিদেশি এক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন মেহরান।
খাইবার পাখতুনখওয়ায় পাকিস্তানের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আস্তানা আছে। তাদের মধ্যে পাকিস্তান তালেবান উল্লেখযোগ্য। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।