ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬, যার উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপক এলাকা।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে, যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এটি ভারতের মণিপুর রাজ্য ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেটসহ বেশ কয়েকটি স্থানে অনুভূত হয়।
গত ১০ দিনের মধ্যে এটি ছিল চতুর্থ ভূমিকম্প, যা বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের মাত্রা ও সংখ্যা বেড়ে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও সংশ্লিষ্টরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যেকোনো জরুরি পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।