অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে নিয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে বিবিসি বাংলা যেন শেখ হাসিনার “ভক্ত” হয়ে গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে শফিকুল আলম বলেন, “মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে।”
তিনি অভিযোগ করেন, যখনই বিবিসি বাংলা শেখ হাসিনার বিষয়ে খবর প্রকাশ করে, তারা তাঁর ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি উল্লেখ করে না।
শফিকুল আলম আরও বলেন, “বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেয়া হচ্ছে, যেখানে বলা হয় হাসিনা গণহত্যা, দুর্নীতি, গুম এবং সহিংসতার সাথে সম্পর্কিত।”
তিনি বলেন, “অন্তত গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন ছিল যেখানে শেখ হাসিনার শাসনামলে গণহত্যা ও গুমের নির্দেশ দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে তা স্পষ্টভাবে উল্লেখ ছিল না।”
শফিকুল আলম প্রশ্ন তুলেন, “গত ছয় মাসে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশে গ্রেপ্তার করেছিল কমপক্ষে ২৫ হাজার জন।”
এছাড়া, শফিকুল আলম আরো দাবি করেন যে বিবিসি বাংলা শেখ হাসিনাকে “নিখুঁত প্ল্যাটফর্ম” দিয়েছে, যেটি “বাংলার কসাইয়ের” জন্য আদর্শ।
তিনি এই বিষয়েও প্রশ্ন করেন, “এটা কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে এমন প্ল্যাটফর্ম দিয়েছে?”
এই মন্তব্যের পর বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে এবং বিবিসি বাংলার সংবাদ পরিবেশন নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে।