ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কমলগঞ্জে ২০ দরিদ্র অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোর আইটি পার্ক বিনিয়োগকারীদের ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা মিতা রাণীর পরলোকগমন: সাংবাদিক নেতাদের শোক ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার  মামলা করলেন সারজিস নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে মৌলভীবাজারে দেড় কোটি টাকার সিগারেট পোড়ালো বিজিবি “মেয়েদের মন, ব্রেক আপ” নামক পিঠার স্বাদ পাওয়া যাচ্ছে গুরুদয়াল কলেজে ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

কিশোরগঞ্জ পৌর এলাকায় রাস্তা সংস্কারের দাবীতে দীর্ঘ মানববন্ধন

কিশোরগঞ্জের পৌর শহরে জনদুর্ভোগ রোধে ও জনস্বার্থে শহরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত ও খানাখন্দে ভরা সংস্কারহীন সড়কগুলো মেরামত ও পৌর শহরের একরামপুর রেলগেইট হতে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবী ও দুর্ঘটনা রোধের দাবীতে মানববন্ধন করেছে ০৭ নং ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণ।

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শোলাকিয়া ঈদগাহ সেতু সংলগ্ন জামিয়া নূরানী তারাপাশা রোডে ৭নং ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু।

আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাজ্বী ইসরাইল মিয়া বলেন, এই রাস্তার সংস্কার প্রয়োজন। এই সড়কের উভয় পার্শ্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাসহ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। সকল মাদ্রসা ও বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন চারটি উপজেলার মানুষ যাতায়াত করেন। সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন একরামপুর রেলগেইট হতে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাজে ধীরগতি হওয়ায় জনদুর্ভোগ চরম আকারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। একটি গাড়ি অপর একটি গাড়ীকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

উল্লেখ্য যে, ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে সড়কের উভয়মুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। কিশোরগঞ্জ শহরমুখী সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে ও জনদুর্ভোগ লাঘবে উল্লেখিত নির্মাণাধীন সড়কগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন ও সংস্কারহীন সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামতের যাবতীয় ব্যবস্থা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ পৌর এলাকায় রাস্তা সংস্কারের দাবীতে দীর্ঘ মানববন্ধন

আপডেট সময় ০৩:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের পৌর শহরে জনদুর্ভোগ রোধে ও জনস্বার্থে শহরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত ও খানাখন্দে ভরা সংস্কারহীন সড়কগুলো মেরামত ও পৌর শহরের একরামপুর রেলগেইট হতে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবী ও দুর্ঘটনা রোধের দাবীতে মানববন্ধন করেছে ০৭ নং ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণ।

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শোলাকিয়া ঈদগাহ সেতু সংলগ্ন জামিয়া নূরানী তারাপাশা রোডে ৭নং ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু।

আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাজ্বী ইসরাইল মিয়া বলেন, এই রাস্তার সংস্কার প্রয়োজন। এই সড়কের উভয় পার্শ্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাসহ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। সকল মাদ্রসা ও বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন চারটি উপজেলার মানুষ যাতায়াত করেন। সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন একরামপুর রেলগেইট হতে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাজে ধীরগতি হওয়ায় জনদুর্ভোগ চরম আকারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। একটি গাড়ি অপর একটি গাড়ীকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

উল্লেখ্য যে, ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে সড়কের উভয়মুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। কিশোরগঞ্জ শহরমুখী সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে ও জনদুর্ভোগ লাঘবে উল্লেখিত নির্মাণাধীন সড়কগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন ও সংস্কারহীন সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামতের যাবতীয় ব্যবস্থা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করেন।